• সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করিমগঞ্জে বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা

জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

# সৈয়দ ইশতিয়াক আহমেদ শৈভিক :-
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো কলেজের নবীন শিক্ষার্থীদেরকে। ৬ মার্চ সোমবার এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা হলরুম। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। বেলা ১১টা থেকে শুরু হয় অনুষ্ঠান। গান, আবৃত্তি ও নৃত্যের মধ্যে দিয়ে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠানটি।
জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ শাহ আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম হোসেন সরকার।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম হোসেন সরকার বলেন, জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ অত্র এলাকার স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *